কিভাবে শতভাগ গুগল এডস একাউন্ট বানাবেন

কিভাবে প্র্যাক্টিকালি গুগল এডস একাউন্ট বানাবেন

গুগল How to make 100% Google Ads account

 এডস একাউন্ট তৈরির আগে এর সম্পর্কে কিছু বলা দরকারযা ব্যবসা-বানিজ্য, ওয়েবসাইট বা ভিডিও প্রমোশন করার জন্য অত্যাবশ্যক। আপনি ইচ্ছা করলে খুব অল্প টাকার মধ্যে ভিউয়ার্সদের মাঝে টার্গেট অনুযায়ী আপনার কন্টেন্ট বা ভিডিও পৌঁছে দিতে সক্ষম হবেন।আর আপনি মোটা অংকের টাকা ও সাবস্ক্রাইব দুটোই অর্জন করতে পারবেন।


প্রথমেই আপনাকে একটি ব্রাউজারে Google ads সার্চ বারে লিখে সার্চ করতে হবে।প্রথমেই যদি না আসে তাহলে নিচের ওয়েবসাইটে Google Ads Set More Customers and Generate Lead With----লিকংটি আসবে। সেখানে ক্লিক করতে হবে।আপনাকে একটি Grow with business with Google Ads ইন্টারফেজে নিয়ে যাবে।এখানে আপনাকে আপনার ইমেইল দিয়ে Sign in করে Start now এ ক্লিক করতে হবে।

 

এর পরের পেজে আপনার Business name বসিয়ে দিয়ে  Swich to Expert Mode এ ক্লিক করতে হবে।এবার  Google ads একাউন্ট তৈরি করার জন্য একটি Informative ফর্মে নিয়ে আসবে।এখানে আপনাকে Billing Country তে আপনি যে দেশের নাগরিক তা পুরণ করতে হবে, Time zoneও সেই দেশ অনুযায়ী দিতে হবে,Currency তে US Dollar (USD $)এবং শেষে Yes,sent me performance tips---এ সিলেক্ট করে Submit এ ক্লিক করতে হবে।

 

আপনাকে Congrats জানাবে। এবার Explore your account এ ক্লিক করতে হবে।।এর পরের পেজে Tools and Settings এ ক্লিক করে আবার settings এ সিলেক্ট করলে আপনার Payment Set up চলে আসবে।এজন্য দেশের নাগরিক অনূযায়ী Country দিয়ে,Account type Individual,Taxt information optional না দিলেও সমস্যা নেই,Name and address NidCard অনুযায়ী  Payment method হয় Visa Card অথবা অন্য কোন কার্ড নির্দেশ মত ও Cardholder name বসিয়ে দিতে হবে।

 

আপনার ফোন নম্বরটি দিতে হবে। How you Pay তে  Automatic payments এ সিলেক্ট করে  Submit এ ক্লিক করতে হবে।এরপর আপনার  Available fundsঅপশনে  Add funds 20,25,30 ডলার যোগ করে দিতে হবে।কারণ,payment এর উপরে Ads শো করানো হয়।বাস,আপনার  Google Ads Account তৈরি হয়ে যাবে।পরবর্তীতে এ একাউন্ট  দিয়ে কিভাবে Google Campaign এ অংশ নেওয়া যায় তা  সম্পর্কে লিখব।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url